‘সৃষ্টিকর্তা আমাকে ১৯৯ রান দিয়েছেন, আমি কৃতজ্ঞ’

চট্টগ্রামের কড়া রোদে ৯ ঘণ্টা ৩৮ মিনিট ব্যাটিং করেছেন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। দলের অন্য সবাই যখন কমবেশি ব্যর্থ, তখন ত্রাতার ভূমিকায় কেবল ম্যাথুজ। কিন্তু দারুণ খেলতে থাকা সাবেক এই অধিনায়ক মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। যদিও ১৯৯ রানেও সন্তুষ্টি ঝরছে ম্যাথুজের কণ্ঠে।

বিশ্বের ১৪তম ব্যাটার হিসেবে ১৯৯ রানে আউট হয়েছেন ম্যাথুজ। যদিও দুই ব্যাটার ছিলেন অপরাজিত। ১৯৯ রানে নাঈমের বল অনসাইডে খেলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছাতে চেয়েছিলেন ম্যাথুজ। কিন্তু ব্যাটে-বলে ‘পারফেক্ট’ সংযোগ না ঘটায় বলটি চলে যায় স্কয়ার লেগে দাঁড়ানো সাকিব আল হাসানের হাতে। আর তাতেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন লঙ্কান সাবেক অধিনায়ক।

একজন ব্যাটারের ক্যারিয়ারে সেঞ্চুরি যেখানে বড় প্রাপ্তি, সেখানে ডাবল সেঞ্চুরির মাহাত্ম্য আরও বেশি। সেই সুযোগটা মাত্র ১ রানের জন্য হারানো, হতাশ হওয়াই স্বাভাবিক। যদিও ম্যাথুজের কণ্ঠে সন্তুষ্টিই ঝরছে। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবে আরও একটি রান পেলে অনেক ভালো লাগতো। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ১৯৯ রান দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। ভালো লাগছে এরকম একটি ইনিংস খেলেছি। আশা করছি, ম্যাচটা জিততে এই ইনিংস ভূমিকা রাখবে।’

পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই শটস খেলতে চেয়েছিলেন ম্যাথুজ। কিন্তু ব্যাট-বলের সংযোগ ঠিকঠাক হয়নি বলেই ডাবল সেঞ্চুরি বঞ্চিত হতে হয়েছে লঙ্কান অলরাউন্ডারকে। ম্যাথুজের ভাষায়, ‘আগেই ভেবে রেখেছিলাম এমন শট খেলবো। ঠিকঠাক সংযোগ হয়নি। আমি শেষ ব্যাটার বলেই শেষ বলে রান নিতে চেয়েছিলাম। ১ রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে চাচ্ছিলাম। হিসাবে গণ্ডগোল করেছি। দুর্ভাগ্যবশত বাজে শটে সাকিবের হাতে ক্যাচ চলে যায়। সত্যিই বলছি, ওই রানটা পেলে ভালো লাগতো।’

যদিও ভাগ্য মেনে নিচ্ছেন ম্যাথুজ, ‘ক্রিকেটে এমন ঘটনা ঘটে। কখনও আপনি খুব ভাগ্যবান হবেন। কখনও আপনি দুর্ভাগা। যখনই এমন কিছু আসবে আপনাকে গ্রহণ করতে হবে। ক্রিকেট এমন একটি খেলা যেখানে আপনি একটি খারাপ বলেও উইকেট পেয়ে যেতে পারেন। আবার আপনি খুব ভালো বল করছেন কিন্তু উইকেট পাচ্ছেন না। অন্যান্য ব্যাটসম্যানদের মতো আপনি ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন। সবকিছু আপনাকে গ্রহণ করতে হবে।’