শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে খেলা হচ্ছে না নাঈমের

চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নাঈম হাসানের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেলো দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে তো গেছেনই। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে। 

নাঈম চট্টগ্রামে প্রথম টেস্টে নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন। তার চোটের সর্বশেষ অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকবাজকে বলেছেন, ‘ডান হাতের মধ্যমায় ফ্র্যাকচার হওয়ায় নাঈম শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে খেলতে পারবে না। তার সুস্থ হতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। আর এই সময় বিবেচনায় নিলে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ।’

ইনজুরিতে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়াতেই শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জায়গা পান নাঈম। এই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে নেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। দেবাশীষ চৌধুরী অবশ্য জানিয়েছেন, মিরাজকে কারিবিয়ান সফরে পাওয়া যাবে। এই স্পিনিং অলরাউন্ডারের চোটের অবস্থা নিয়ে বিসিবির চিকিৎসক বলেছেন, ‘তিন-চারদিন আগে তার আঙুলের প্লাস্টার খুলেছি। এখন তার ফিজিও থেরাপি চলছে। আমরা আশাবাদী এমনকি আত্মবিশ্বাসীও যে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে পাচ্ছি।’

এর ফলে চলমান সিরিজে চোটপ্রাপ্তদের তালিকা লম্বা হলো বাংলাদেশের। চোটের কারণে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ আগেই ছিটকে গেছেন। শরিফুল ইসলাম তো ছিটকে গেছেন গতকাল। এবার তাতে যোগ হলো নাঈমের নাম। 

২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে মিরপুরে।