টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে ‘রহস্য’ রেখেই দিলেন তামিম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ৬ মাসের নির্বাসনে রয়েছেন তামিম ইকবাল। যদিও বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক ২০২০ সালের মার্চের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ৬ মাসের মেয়াদ শেষ হবে। এরপর কি সংক্ষিপ্ত ফরম্যাটটিতে দেখা যাবে তাকে? নাকি গত দুই বছরের মতো নিজেকে গুটিয়েই রাখবেন। রবিবার এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে বলতে গিয়ে তামিম রহস্য তো রাখলেনই। কিছুটা অভিযোগের সুরও তুললেন কথায়।

অবস্থা এমন ছিল যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেই সরে যান তিনি। কারণ হিসেবে জানান প্রস্তুতির অভাব। বিশ্বকাপের পরও ফেরেননি। ছয় মাস বিরতির ঘোষণা দিয়ে গত জানুয়ারিতে জানান, দল প্রয়োজন মনে করলে এবং প্রস্তুত থাকলেই কেবল টি-টোয়েন্টিতে ফিরবেন।

সর্বশেষ অবস্থান সম্পর্কে আজ জানতে চাইলে তামিম বলেছেন, ‘টি-টোয়েন্টি নিয়ে আমাকে তো বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। ওটাই চলতে থাকুক। এতদিন ধরে ক্রিকেট খেলি, এতটুকু ডিজার্ভ করি, কী চিন্তা করি না করি আমার মুখ থেকে শোনা। হয় আপনারা একটা ধারণা দিয়ে দেন বা অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয় আমার এখানে বলার নেই আর।’

তামিমের ক্ষোভ প্রকাশ করার কারণ আছে। গত মাসে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস স্পষ্ট করেই বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলার সুযোগ তিনি দেখেন না, ‘তামিম ইকবাল অন্যতম সিনিয়র ক্রিকেটার। ও নিজের অবস্থান নিজেই ভালো বুঝে। এ (বিরতি ভেঙে ফেরা) নিয়ে তার সঙ্গে অনেক আলোচনা হয়েছে। ছয় মাস পার হয়ে গেলে সে থাকবে কিনা এটা তার মুখ থেকে শুনবেন। আমি সেটা বলতে পারছি না। তবে এটা (বিশ্বকাপে খেলানো) মনে হয় কঠিন।’