এখনও ওই সময় আসেনি, বিশ্রাম প্রসঙ্গে তাসকিন

কাঁধের চোটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে ছিটকে যান তাসকিন আহমেদ। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেন ডানহাতি এই পেসার। কাঁধের চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে হঠাৎ করেই কোমরে ব্যথা অনুভব করেন তিনি। তবে এই মুহূর্তে শতভাগ ফিট এই পেসার। পুরো ফিট হয়ে বেছে বেছে নয়, সব ফরম্যাটেই খেলতে চান তাসকিন। তিনি মনে করেন, তার এখনও বিশ্রাম নেওয়ার সময় হয়নি।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ মিস করেছেন তাসকিন। তবে খেলবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি। চোট থেকে বাঁচতে বেছে বেছে খেলার পরিকল্পনা আছে কিনা, আজ (বুধবার) সংবাদমাধ্যমের এমন প্রশ্নে তাসকিন বলেছেন, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই। সব ফরম্যাট। যদি কখনও দেখি পারছি না, তখন বলবো। কিন্তু এখন আসলে মনে হয় না বাদ দেওয়ার সময়। ফিট হয়ে ভালোমতো খেলার সঠিক সময়। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস পেসার হওয়া। এখনও আসলে ওই সময় আসেনি যে, আমাকে বিশ্রাম নিতে হবে। যদি কখনও মনে হয় ম্যানেজ করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেবো। কিন্তু এখনও ওই সময় হয়নি।’

অ্যান্টিগা টেস্ট শেষে তাসকিনকে প্রশংসায় ভাসিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের সেরা ক্রিকেটারের প্রশংসায় তাসকিন দারুণ অনুপ্রেরণা পাচ্ছেন, ‘কোনও সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে, আমি আরও ভালোও করতে পারবো। খুব ভালো লেগেছে আসলে।’

শুক্রবার সন্ধ্যায় দেশ ছাড়বেন তাসকিন। এর আগে টানা বোলিং করছেন। শতভাগ দিয়ে বোলিং করে কোনও ব্যথা অনুভব করেননি তিনি। নিজের বর্তমান অবস্থা সম্পর্কে ডানহাতি এই পেসার বলেছেন, ‘কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুই দিন বোলিং করলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি। ম্যানেজমেন্ট সবাই সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট।’

ক্যারিবীয়দের মাটিতে সীমিত ওভারের ক্রিকেট জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন, ‘আমি চাইবো যেন সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে জয় উপহার দিতে পারি। সবসময় এটাই ইচ্ছা থাকে। শতভাগ দেবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আসলেই ইনজুরি ফাস্ট বোলারদের টুকটাক হয়। হলে আবার কামব্যাক করতে হবে, এটাই চ্যালেঞ্জ এবং এটাতে মজাও আছে।’