বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টস হতে দেরি

আবহাওয়ার পূর্বাভাস মোটেও ভালো নয়! সারা রাতের ভারি বৃষ্টিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সেটি যে একেবারে কেটে গেছে, তা নয়। তবে আশার কথা হলো, ডোমিনিকার মাঠ খেলার উপযোগী করে তোলার চেষ্টা চলছে। যদিও নির্ধারিত সময় হয়নি টস।

ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ। ডোমিনিকার উইন্ডসর পার্কে টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১১টায়। আর খেলা শুরুর সময় ছিল রাত সাড়ে ১১টায়। তবে নির্ধারিত সময়ে কিছুই হয়নি। এখন পর্যন্ত টসই করা যায়নি। বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে টস হতে। তবে স্বস্তির বিষয় হলো, এক ঘণ্টা অতিরিক্ত সময় যোগ করা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার মধ্যে খেলা শুরু হলেও কোনও ওভার কাটা যাবে না। 

তবে আশার কথা হলো, মাঠকর্মীরা মাঠ শুকানোর কাজে লেগে পড়েছেন। আউটফিল্ডে যেসব জায়গা নিচু বা পানি জমে আছে, সেখানটা ঠিক করার কাজ চলছে। আরেকটি ইতিবাচক দিক হলো, দুই দলের খেলোয়াড়রা অনুশীলনে নেমেছেন। সোজা কথায় ম্যাচ শুরুর করার সব চেষ্টাই চলছে ডোমিনিকার উইন্ডসর পার্কে।

আম্পায়াররা দুই দফা মাঠ পরিদর্শন করে গেছেন। এরপর দুই আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট ও প্যাট্রিক গাস্টার্ডকে কথা বলতে দেখা গেছে দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও নিকোলাস পুরানের সঙ্গে। পরবর্তীতে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করবেন স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট)।