যে কীর্তিতে লেখা শুধু সাকিব

উইন্ডসর পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ছিলেন সাকিব আল হাসান। খেলেছেন হার না মানা ৬৮ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে দারুণ এক কীর্তি গড়েছেন বাঁহাতি অলরাউন্ডার। যে কীর্তিতে লেখা শুধু সাকিবের নাম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশি হিসেবে ২ হাজার রান অতিক্রম করেন সাকিব। এছাড়া বল হাতে আগেই ১০০ উইকেট পূরণ করেছিলেন তিনি। ক্রিকেট বিশ্বে একমাত্র সাকিবই ২ হাজার রানের পাশাপাশি ১০০’র বেশি উইকেট নিতে পেরেছেন।

রবিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৫ বলে হাফসেঞ্চুরি তুলে নেন সাকিব। এই মাইলফলক ছোঁয়ার পরে ওবেড ম্যাকয়ের ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে পূরণ করেন ২ হাজার রান। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলে।

সাকিব ৯৮ ম্যাচ খেলে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। তার হাফসেঞ্চুরি ১০টি। আর ২৩.৩০ গড়ে স্ট্রাইক রেট ১২০.৯৪।