ভালো অলরাউন্ডার নেই বলেই সাকিব প্রসঙ্গ বারবার: তামিম

সাকিব আল হাসান নেই ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে। ব্যাটিং-বোলিংয়ে সমান পারদর্শী একজনকে না পাওয়া অধিনায়কের জন্য বরাবরই হতাশার। সাকিব যখনই ইনজুরিতে পড়েন কিংবা ছুটিতে যান, অধিনায়ককে দিতে হয় নানা প্রশ্নের উত্তর। দলের হতাশাজনক পারফরম্যান্সের সময় তার না থাকা আরও বেশি আলোচনার জন্ম দেয়। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দলে অনেক অলরাউন্ডার থাকলে সাকিব প্রসঙ্গে বারবার প্রশ্ন উঠতো না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিলেন সাকিব। তারপরও তাকে নিয়েই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত সাকিবের মৌখিক ছুটিই মেনে নিয়েছে বিসিবি। শুধু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজই নয়, আগস্টে হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের ক্রিকেটেও দেখা যাবে না সাকিবকে। বাঁহাতি অলরাউন্ডারের অনুপস্থিতি কতটা ভোগাবে কিংবা সাকিবের এমন সিদ্ধান্ত কতখানি যৌক্তিক- এই সব প্রশ্ন প্রায়ই দিতে হয় অধিনায়ককে।

আগামীকাল (রবিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামছে বাংলাদেশ। আজ (শনিবার) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তামিমের কাছে প্রশ্ন ছিল, সাকিবের না থাকা কতটা প্রভাব ফেলবে? বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সোজাসাপ্টা উত্তর, ‘বাংলাদেশে খুব বেশি প্রোপার অলরাউন্ডার নেই। সে কারণেই হয়তো বারবার আমাকে একই প্রশ্নের (সাকিব প্রসঙ্গ) উত্তর দিতে হয়। আপনাদেরও একই প্রশ্ন করতে হয়। আমাদের যদিও ২-৩টা অলরাউন্ডার থাকতো, যারা ৫০-৫০ বা ৪০-৬০, তাহলে এই প্রশ্নগুলো উঠতো না।’

সাকিব একাদশে থাকা মানে বাড়তি একজন ব্যাটার কিংবা বোলার নিয়ে খেলার সুযোগ পায় বাংলাদেশ। অন্যদিকে বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়া একাদশ তৈরিতে হিমশিম খেতে হয় বাংলাদেশ দলকে। এক সাকিবের অভাব পূরণ হয় না দুজন ক্রিকেটার দিয়েও! ক্যারিবীদের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিজ্ঞ অলরাউন্ডারের অনুপস্থিতি আবার ভাবনায় ফেলেছে দলকে।

তামিম অবশ্য স্কোয়াডে থাকা সম্ভাব্য সেরাদের নিয়েই পরিকল্পনা সাজাতে চান, ‘দেখেন খেলোয়াড়রা ইনজুড়িতে পড়বে, খেলোয়াড়রা ছুটি নেবে- এটা সাধারণ ব্যাপার। যে স্কোয়াড আছে, ওখান থেকেই আপনাকে নিশ্চিত করতে হবে সেরা একাদশ গঠনের ব্যাপারটি। আমরা সেটাই করার চেষ্টা করছি। আমার কাছে সেরা যে অপশনগুলো আছে, ওটা নিয়ে আমরা যতটুকু সম্ভব ভালো একটা দল গড়তে পারি।’