জিম্বাবুয়ে যাত্রা: প্রথম ধাপে তিন ক্রিকেটার, পরের ধাপে বাকিরা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে দুই গ্রুপে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সোমবার মধ্যরাতে তিন ক্রিকেটারসহ পাঁচজন দেশ ছাড়বেন। বাকিরা মঙ্গলবার মধ্যরাতে জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রা করবেন হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার। তাদের সঙ্গে যাচ্ছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল ও ফিজিও সানি। মঙ্গলবার মধ্যরাতে একই ফ্লাইটে দলের বাকিরা দেশ ছাড়বেন।

দুই দলের সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই হবে প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫০ ওভারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ দল ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে ২-১ ব‌্যবধানে।

বাংলাদেশে ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: এনামুল হক, মুনিম শাহরিয়ার, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন ও নাসুম আহমেদ।