সেরা দশে মোস্তাফিজ

জিম্বাবুয়ে সফর শেষে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। ৬ ধাপ এগিয়ে বাঁহাতি এই পেসারের অবস্থান এখন দশ নম্বরে। আজ (বুধবার) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। 

মোস্তাফিজের সঙ্গে যৌথভাবে দশ নম্বরে আছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো করতে পারেননি মোস্তাফিজ। তবে দ্বিতীয় ম্যাচে বিশ্রামের পর শেষ ম্যাচে ফিরে ভালো করেন এই পেসার। ১৭ রান খরচ করে নেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সের পরই সেরা দশে ফিরলেন তিনি। এর আগেও সেরা দশে ছিলেন মোস্তাফিজ। ২০১৮ সালে তার ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ছিল পাঁচ নম্বর।

এছাড়া দীর্ঘদিন পর জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডেতে ফেরা তাইজুল ইসলামের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ১৮ ধাপ এগিয়ে বাঁহাতি স্পিনারের অবস্থান এখন ৫৩ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন তিনি। 

তাইজুলের উন্নতি হলেও অফস্পিনার মেহেদী হাসান মিরাজ দুই ধাপ নিচে নেমে গেছেন। ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে নেমে গেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে যা সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে আছেন তামিম ইকবাল। মাহমুদউল্লাহ ৩৫ থেকে নেমে গেছেন ৩৪ নম্বরে। মুশফিকুর রহিম ২১ ও সাকিব আল হাসান আছেন ৩২তম স্থানে।