বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার

সুপার ফোরের আগে বড় ধাক্কা খেলো ভারতীয় দল। হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার জায়গায় দলভুক্ত হয়েছেন অক্ষর প্যাটেল। শুরুতে স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে ছিলেন। এখন জাদেজার মতোই ‘লাইক ফর লাইক’ হিসেবে ডাক পেয়েছেন।

পাকিস্তানের বিপক্ষে জয়ের মঞ্চ গড়তে গুরুত্বপূর্ণ অবদান ছিল জাদেজার। ২৯ বলে ৩৫ রান করেছিলেন। হংকংয়ের বিপক্ষেও বল হাতে ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। স্বাভাবিকভাবে তার ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ওই জায়গায় অক্ষর প্রায় জাদেজার মতোই অলরাউন্ডার। বামহাতি ব্যাটিংয়ের সঙ্গে বামহাতি ইকোনমিক্যাল বোলিংয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন। আগেও সিনিয়রদের অবর্তমানে দায়িত্ব পালন করেছেন। তবে জাদেজার মতো কতটুকু প্রভাবক ভূমিকা পালন করতে পারবেন, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে।  

অবশ্য মূল দলের সঙ্গে স্ট্যান্ট বাই হিসেবে থাকা তিন জনের মধ্যে শুধু দীপক চাহারই দলের সঙ্গে দুবাই রয়েছেন। এখন অক্ষরের শুক্রবার মরুর বুকে উড়ে যাওয়ার কথা।

জাদেজার চোট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতিতে বলেছে, ‘এশিয়া কাপে জাদেজার বদলি হিসেবে অক্ষরের নাম ঘোষণা করা হয়েছে। রাজেদা ডান হাঁটুতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এখন তাকে বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’