দেশে ফিরে গণমাধ্যম এড়িয়ে গেলেন ক্রিকেটাররা

এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে আজ (শনিবার) সকালে অনেকটা অলক্ষ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

ঢাকায় পা রাখা কোনও ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ গণমাধ্যমে কথা বলেননি। সবাই যে যার মতো ব্যক্তিগত গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেছেন। কোচিং স্টাফদের মধ্যে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ফিরে গেছেন নিজ দেশে। দলের সঙ্গে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও।

আগামী সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি। ১২ সেপ্টেম্বর টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কাছে কয়েক দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। এ ক্যাম্পে ব্যাটারদের নিয়েই কাজ করবেন ভারতীয় কোচ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু ৭ অক্টোবর। সেই লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে যাওয়ার কথা বাংলাদেশ দলের। মূলত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই কিছুটা আগেভাগে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এদিকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষিত হওয়ার জোর সম্ভাবনা আছে। ত্রিদেশীয় সিরিজ শেষে ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ দল নিউজিল্যান্ড থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় চলে যাবে।