কোহলির চেয়ে আফিফ ‘ভালো’

বিরাট কোহলির চেয়েও শটস ভালো খেলতে পারেন আফিফ হোসেন- এমনটাই মনে করেন টিম ডিরেক্টের খালেদ মাহমুদ সুজন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের মূল্যায়ন করতে গিয়ে এমনটাই বলেছেন সাবেক এই অধিনায়ক।

অন্য দলগুলোর ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের কেবল আত্মবিশ্বাসের ঘাটতি দেখছেন সুজন, ‘রোহিত শর্মা যে শট খেলে, বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না- সেটা আমি বিশ্বাসই করি না। যেটা বিরাট কোহলি পারে, আফিফ পারবে না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো পারে।’

বাংলাদেশে দল স্বাধীনভাবে খেলতে পারলেই ঝলক দেখাতে পারবে বলে বিশ্বাস এই সাবেক ক্রিকেটারের, ‘আমাদের ওই যে সাহসটা... নিজেদের এক জায়গায় আটকে রাখি বারবার। আমি ওই ব্যারিয়ারটা তুলে দিতে চাই। আমি চাই ওরা ফ্রিডম নিয়ে খেলুক।’

বোলারদের কাছ থেকেও সাহসী ক্রিকেট দেখতে চান সুজন, ‘বোলাররাও যে এক্সিকিউট করতে পারবে না অন্য দেশের বোলারদের মতো, আমি এটা একদমই বিশ্বাস করি না। আমি মনে করি, আমাদের বোলাররা হয়তো অন্য অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু ওই যে সাহসিকতার জায়গাটা...। একটা জায়গায় বারবার মার খেয়ে যাচ্ছি।’

রাসেল ডমিঙ্গোর ক্রিকেট ফিলোসোফি নিয়ে বেশ কিছুদিন আগে কথা বলেছিলেন সুজন। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ডমিঙ্গোর ফিলোসোফি মেলে না বলে মন্তব্য ছিল তার। তবে নতুন দায়িত্ব নিয়ে এশিয়া কাপে যাওয়া শ্রীধরন শ্রীরামের ফিলোসোফির প্রশংসা করতে ভুললেন না টিম ডিরেক্টর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘রাসেলের ফিলোসোফির সঙ্গে শ্রীরামের ফিলোসোফি পুরো আলাদা। তবে এত দ্রুত শ্রীরামের ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না। তারপরও আমি খুব খুশি ও যেভাবে কাজ করেছে। ওর ক্রিকেটে-দর্শন, যেভাবে চিন্তা করে, যেভাবে ছেলেদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, এটা আমি পছন্দ করেছি।’