সবাই ভুলেই গেছে আমি বোলার: নাসিম শাহ

অবিশ্বাস্য। অকল্পনীয়। নাসিম শাহের ব্যাটে ধরা ছিল বিস্ময়ের সব উপাদান। মূলত তিনি পেস বোলার, কিন্তু ব্যাটিংয়ে যে তিনি এতটা ধারালো, এশিয়া কাপ দিয়ে জানলো ক্রিকেট বিশ্ব। কঠিন চাপের মুখে নিশ্চিত হারতে যাওয়া ম্যাচ মাত্র ২ বলে জিতে নেওয়া এই তরুণের ব্যাটিং নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা। বোলার নাসিম একপাশে ঠেলে ব্যাটার নাসিমের জয়জয়কার!

বুধবার এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অবশ্বিাস্য জয় পেয়েছে পাকিস্তান। যে জয়ে বাবর আজমরা পৌঁছে গেছে ফাইনালে। একই সঙ্গে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার ফাইনালও। আর ছিটকে গেছে আফগানিস্তান ও ভারত। কঠিন পরিস্থিতি থেকে পাকিস্তানকে ম্যাচ জেতানোর নায়ক নাসিম। তার দুই ছক্কাতেই ১ উইকেটের জয় পায় তারা।

শেষ ওভারে জিততে ১১ রান দরকার ছিল পাকিস্তানের। হাতে ছিল মাত্র ১ উইকেট। যদিও ২ বলেই খেলা শেষ করে দেন নাসিম। ফজলহক ফারুকীর করা প্রথম ২ বলেই ২ ছক্কা হাঁকিয়ে মিলিয়ে দেন সমীকরণ। অবিশ্বাস্য এই জয়ের পর সর্বত্র নাসিমকে নিয়ে আলোচনা। আর পাকিস্তানি এই পেসার নিজে কী বলছেন? নাসিমের বক্তব্য, তিনি যে বোলার সেটা হয়তো ভুলেই গেছেন ক্রিকেটপ্রেমীরা।

শারজার ম্যাচ জয়ের পর নাসিম বলেছেন, ‘সবাই ভুলেই গেছে যে আমি বোলার! এটা আমার জন্য স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে।’ শেষ ওভারে ১১ রানের প্রয়োজনীয়তার সময় পাকিস্তানের ড্রেসিং রুমেই হয়তো আশা ছিল না। তবে নাসিমের মনে বিশ্বাস ছিল, ‘ব্যাটিংয়ে আসার সময় আমার বিশ্বাস ছিল হক্কা মারতে পারবো। অনুশীলনে এটা নিয়ে আমি কাজ করেছি। চেষ্টা করেছি, হয়ে গেছে।’

শেষ ওভারে মোহাম্মদ হাসনাইনের ব্যাট দিয়ে ব্যাটিং করেছেন নাসিম। হঠাৎ কী কারণে ব্যাট বদল করেছিলেন, এমন প্রশ্নে তরুণ পেসার বলেছেন, ‘নিজের ব্যাটটা খুব একটা ভালো লাগছিল না। এজন্য মনে হলো ব্যাট বদলাই। জানতাম বোলার ইয়র্কার করার চেষ্টা করবে, সেটা করতে গিয়ে ফুলটস হয়ে যায়। অনুশীলনে তো অনেক হিটই করি। সেই বিশ্বাস থেকে হয়ে গেছে (ছক্কা)।’