শাহীনকে নিয়েই পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

এশিয়া কাপে আক্রমণের মূল অস্ত্র ছিটকে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ফিরে পাওয়ার আশা করছে পাকিস্তান। বর্তমানে পুনর্বাসনে থাকা এই পেসারকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। তবে টপ অর্ডার ব্যাটার ফখর জামান চোট পাওয়ায় ছিটকে গেছেন মূল দল থেকে। তাকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। ফখরের জায়গায় মূল দলে ডাক পেয়েছেন ওপেনার শান মাসুদ।  

শাহীন বর্তমানে হাঁটুর ইনজুরিতে সাইড লাইনে রয়েছেন। আশা করা হচ্ছে, আগামী মাসে বোলিং ফিটনেস ফিরে পাবেন তিনি। অর্থাৎ মূল ইভেন্টের আগে তাকে ফিট হিসেবে পাওয়ার আশা করা হচ্ছে। রিজার্ভ বেঞ্চে স্থান হয়েছে শাহনেওয়াজ দাহানির। তবে মোহাম্মদ হাসনাইন মূল দলে জায়গা পেয়েছেন। হাসান আলীর তো জায়গাই হয়নি।  

তাছাড়া এশিয়া কাপ খেলা দলটি থেকে সেভাবে পরিবর্তন আনা হয়নি দলটির। মাত্র এক ম্যাচ খেলা উসমান কাদিরেরও জায়গা হয়েছে দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ টুতে খেলবে পাকিস্তান। তাদের গ্রুপ সঙ্গী বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা ও প্রথম পর্ব থেকে আসা দুটি সেরা দল।  

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, শান মাসুদ ও উসমান কদির।

রিজার্ভ: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।