আনক্যাপড পেসারকে নিয়ে আফগানদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

এশিয়া কাপের দল থেকে বেশ কিছু পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান। ১৫ সদস্যের দলটিতে ডাক পেয়েছেন আনক্যাপড পেসার সালিম সাফি। ডাক পাওয়া আরও দুজন হলেন- লেগস্পিনিং অলরাউন্ডার কায়েস আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সামিউল্লাহ শিনওয়ারি, হসমতউল্লাহ শাহীদি, আফসার জাজাই, করিম জানাত ও নুর আহমেদের।

বিদেশি লিগগুলোয় খেলে থাকা কায়েস এবারের আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন। শাপাগিজা ক্রিকেট লিগে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। সালিম সেই জায়গায় তালিকার ষষ্ঠস্থানে ছিলেন। ৯ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। রাসুলি অবশ্য আঙুলের চোট থেকে মাত্রই সেরে উঠেছেন। তার পরেও টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে নজর কেড়েছেন। একটি ম্যাচে খেলেছেন ১৯ বলে ৪১ রানের অপরাজেয় ইনিংস অপরটিতে ৩০ বলে করেছেন ৫১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তান খেলবে গ্রুপ ওয়ানে। সেখানে তাদের সঙ্গে রয়েছে- স্বাগতিক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও প্রথম পর্ব থেকে আসা দুটি দল।

আফগানিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান(ভাইস ক্যাপ্টেন), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমারজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, মুজিব উর রহমান, নাভিন উল হক, কায়েস আহমেদ, রশিদ খান, সালিম সাফি ও উসমান গনি।

রিজার্ভ: আফসার জাজাই, শরফুদ্দিন আশরাফ, ‍গুলবাদিন নাইব ও রহমত শাহ।