টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিপিএলে সাকিব ঝলক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবের শুরুটা ছিল নিষ্প্রভ। প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক! বল হাতে ধারাবাহিকতা ছিল যদিও। তার পর থেকে যেন সমালোচকদের কড়া জবাব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টানা দুই ম্যাচে আলো ছড়ালেন অলরাউন্ড নৈপুণ্যে। দলকে ৫ উইকেটে জেতাতে হাফসেঞ্চুরির পাশাপাশি একটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

অথচ এশিয়া কাপে সেভাবে কার্যকরী কিছুই করতে পারেননি। তাই ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে তার এমন ফর্ম বাংলাদেশের জন্য দারুণ খবর। সর্বশেষ ম্যাচেও ২৫ বলে ৩৫ রানের পাশাপাশি ২০ রানে নিয়েছেন ৩টি উইকেট।

টস জিতে শুরুতে ফিল্ডিং করেছে অ্যামাজন। বারবাডোজ রয়্যালসকে ১২৫ রানে অলআউট করে দিতে ২.৩ ওভারে ১২ রানে সাকিব নিয়েছেন একটি উইকেট। ১৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে শিকার করেছেন কিমো পল ও ওডিন স্মিথ।

জবাবে ১৮ রানে দুই উইকেট হারায় অ্যামাজন। তার পর জয়ের মঞ্চ গড়তে ৩০ বলে ৫৩ রানের অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন সাকিব। তার ৫টি চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে দলীয় ৯৭ রানে। এ সময় সাকিবকে যোগ্য সঙ্গ দেন গুরবাজ। আফগান ব্যাটার জয়ের কাছে পৌঁছে ২৫ বলে ২২ রানে ফিরলেও ১৪.৩ ওভারে কিমো পল ১২ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়।

বারবাডোজের হয়ে ২২ রানে দুটি উইকেট নিয়েছেন ওবেড ম্যাককয়।