ত্রিদেশীয় সিরিজে নাসিমের খেলা নিয়ে সংশয়

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার একদিন পর জানা গেলো করোনা পজিটিভ হয়েছেন পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহ। শুরুতে তার হাসপাতালে ভর্তির খবর মিললেও পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নাসিমকে রিলিজ দেওয়া হয়েছে এবং আগের চেয়ে তার শারীরিক অবস্থা ভালো।

নাসিম ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দ্বিতীয় ব্যক্তি যিনি করোনা আক্রান্ত হয়েছেন। শুরুতে একজন আক্রান্ত হওয়ার খবর জানা গেলেও পিসিবি তার নাম প্রকাশ করেনি।

নিউমোনিয়া ধরা পড়ায় নাসিম বুধবার রাত হাসপাতালেই কাটিয়েছেন। ওই সময় পিসিবির মেডিক্যাল প্যানেলের প্রতিনিধিরা তাকে পর্যবেক্ষণে রাখেন। করোনা আক্রান্ত হওয়ায় তিনি ইংল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচ থেকে ছিটকে তো গেছেনই। অক্টোবরে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও তার খেলা নিয়ে সংশয় আছে। সিরিজটি ক্রাইস্টচার্চে শুরু হবে ৭ অক্টোবর।

পাকিস্তানের নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে ৩ অক্টোবর। তার পর সেখান থেকে যাবে অস্ট্রেলিয়া।

নাসিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেছিলেন। তাছাড়া এশিয়া কাপে অভিজ্ঞ শাহীন আফ্রিদি না থাকায় নতুন বলে তাকেই দায়িত্ব নিতে দেখা গেছে। এই মুহূর্তে নাসিমের অসুস্থতা পাকিস্তানের জন্য দুশ্চিন্তার!