শেষ ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হার

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। শেষ ম্যাচটি জিততে পারলে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের সুযোগ ছিল। কিন্তু রোহিত শর্মার ভারত ৪৯ রানে হেরে যায় সিরিজের শেষ ম্যাচে। আগে ব্যাটিং করে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ভারত ১৭৮ রান করে।

মঙ্গলবার রাতে ইন্দোরে দক্ষিণ আফ্রিকার দেওয়ার ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার রোহিত শর্মা রানের খাতা না খুলেই আউট হন। পরের ওভারেই সাজঘরে ফেরেন শ্রেয়াস আয়ার (৪)। শুরুর বিপর্যয়ের পর দিনেশ কার্তিক, দীপক চাহার ও উমেশ যাদব চেষ্টা করেও ব্যর্থ হন। কার্তিক ২১ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। চাহারের ১৭ বলে ৩১ এবং যাদবের ১৭ বলে ২০ রান। শেষ দিকে রান রেটের চাপে পড়ে ১৮.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয় স্বাগতিকরা।

প্রোটিয়া বোলারদের মধ্যে ডোয়াইনি প্রিটোরিয়াস ২৬ রানে নেন ৩টি উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ওয়াইনি পার্নেল,লুঙ্গি এনগিদি ও কেশভ মহারাজ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে তুলে ফেলে ৪৮ রান। এরপর ডি কক ও রুশোর ঝড়ো ৮৯ রানের জুটিতে ১২ ওভারেই দলীয় সংগ্রহ দাঁড়ায় ১২০। ৪৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে রানআউট হন ডি কক।

ডি ককের আউটের পর  রুশো ও ট্রিসটান স্টুবস ৪৪ বলে ৮৭ রানের জুটিতে দুইশ’ পেরিয়ে যায় প্রোটিয়ারা। রুশো ৪৮ বলে ৭ চার ও ৮ ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান। এটাই তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।  স্টুবস ১৮ বলে ২৩ রান করেন। রুশোর সঙ্গে ৫ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার। আর তাতেই ৩ উইকেটে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ  দাঁড়ায় ২০৭ রানে।

বল হাতে দীপক চাহার ও উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন।