বিসিএলে উত্তরাঞ্চলকে শিরোপা জেতালেন রাকিবুল

অভিজ্ঞ দুই ব্যাটার লিটন দাস ও মাহমুদউল্লাহ কেউই বড় রান করতে পারেননি। তারপরও ফজলে মাহমুদ, আকবর আলী ও শামীম হোসেনের দৃঢ়তায় স্কোরবোর্ডে কোন রকমে ২৪৪ রান তুলে বিসিবি উত্তরাঞ্চল। স্লো উইকেটে অল্প পুঁজিতে বিধ্বংসী বোলিং করেছেন উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। তার দারুণ ঘূর্ণিতে বিসিবি দক্ষিণাঞ্চলকে ৩ রানে হারিয়েছে উত্তরাঞ্চল।

রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৪৫ রানের জবাবে খেলতে নামে বিসিবি দক্ষিণাঞ্চল। শুরুতে নাঈম শেখ (১১) রান আউট হয়ে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে এনামুল হক ও জাকির হাসান মিলে ১০০ রানের জুটি করে দলকে ভালো অবস্থানে পৌঁছে দেন। কিন্তু ১০ রানের মধ্যে রাকিবুলের ঘূর্ণিতে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দক্ষিণাঞ্চল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। যদিও নাসির হোসেন চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ২৪১ রানে থেমে যায় তারা। সর্বোচ্চ ৬১ রান আসে নাসিরের ব্যাট থেকে। এনামুল খেলেন ৫৯ রানের ইনিংস। এছাড়া জাকির হাসান ৪২ ও নাসুম আহমেদ ৩৮ রানের ইনিংস খেলেন।

যুব বিশ্বকাপজয়ী দলের স্পিনার রাকিবুল ২৯ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন। এছাড়া রিপন মণ্ডল ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে উত্তরাঞ্চল। ১৮ রানে দুই উইকেট হারানো দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সৈকত আলী ও ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু ২৭ রানের জুটি হতেই সৈকত আলী (২২) সাজঘরে ফেরেন। এরপর মাহমুদউল্লাহ ও ফজলে মাহমুদ মিলে ৭৮ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহ ৩৯ রানে আউট হন। আকবর আলীর ৪১ বলে ৪৪ এবং শামীম হোসেন ২০ বলে ৩৭ রানের ইনিংস খেলে দলের স্কোরকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যান।  

দক্ষিণাঞ্চলের শরিফুল ইসলাম ৪৬ রানে নিয়েছেন তিনটি উইকেট। মেহেদী হাসান মিরাজ দুটি উইকেট নিয়েছেন।