রোহিতের ভয় ‘মিরপুরের গ্যালারি’

ফিফা বিশ্বকাপ চলছে। গোটা দুনিয়ার আগ্রহ সেদিকেই। এই অবস্থায় মিরপুরে রবিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ। তাতেও আটকে নেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা। ম্যাচের আগের দিনই টিকিট নিয়ে হাহাকার। টিকিট বিক্রির যে খবর, তাতে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হওয়ার কথা। প্রথম ম্যাচে ভরা গ্যালারির খবরে অস্বস্তিতে ভারত! সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে গেছেন, সাকিব-মুশফিকদের চেয়েও তাদের ভয় মিরপুরের গ্যালারির গর্জন নিয়ে।

শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘এখানে (গ্যালারিতে) বেশি সমর্থন পাবো না (হাসি)…। হ্যাঁ (গ্যালারির দর্শকদের কারণে) ভারত কিছুটা চাপে থাকবে। এখানের দর্শক উপস্থিতি ভীতি জাগানিয়া হতে পারে। এতে সন্দেহ নেই। তারা ক্রিকেটের আবেগময় সমর্থক এবং সবসময় দলের পাশে থাকে। দলের জন্য এটা রোমাঞ্চকর।’

দর্শকদের ভয়ে ভীত হলেও মাঠের লড়াইয়ে কিন্তু এগিয়ে ভারত। এখন পর্যন্ত দুই দল ৩০টি ওয়ানডে খেলেছে। যার মধ্যে ৫টিতে জিততে পেরেছে বাংলাদেশ। এই ৫ জয়ের আবার চারটি ঘরের মাঠে। ফলে ঘরের মাঠে আরও একটি সিরিজ শুরুর আগে আত্মবিশ্বাসী বাংলাদেশি শিবির। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে মাহেন্দ্র সিং ধোনির দল ওয়ানডে সিরিজ হেরেছিল।

৭ বছর পর আরও একটি ওয়ানডে সিরিজের আগে রোহিত শর্মা জানিয়ে গেছেন এখানে জেতাটা সহজ হবে না, ‘আমরা তাদের চেনা পরিবেশে খেলবো। সব বিভাগেই তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে বলে প্রত্যাশা করি। এখানে জিততে হলে আমাদের সেরাটা খেলতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ ম্যাচের প্রসঙ্গ টেনে রোহিত বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ক্লোজ ম্যাচ ছিল। ২০১৫ সালে এখানে সিরিজ হেরেছি। শেষ কয়েক বছর ধরে দল হিসেবে তারা খুব উন্নতি করেছে। আমাদের সেরা খেলাটা খেলতে হবে জয়ের জন্য। এটা আমাদের জন্য সহজ কিছু হবে না’