দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলে চোট

বাংলাদেশের বিপক্ষে কাল দ্বিতীয় টেস্ট শুরুর আগে নতুন করে ধাক্কা খেয়েছে ভারত। নেটে ব্যাটিং অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, ইনজুরি গুরুতর নয়। তবে রাহুল একাদশে থাকবেন কিনা সেটাও নিশ্চিত করে বলেননি।

বুধবার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভারতের এই ব্যাটিং কোচ বলেছেন, ‘চোট গুরুতর নয়। দেখে ভালোই মনে হয়েছে। আশা করছি, সে সুস্থ হয়ে যাবে। তাকে চিকিৎসকরা দেখভাল করছেন।’

ব্যাটিং কোচের অধীনে থ্রো ডাউনে অনুশীলন করতে গিয়েই রাহুল চোটটা পেয়েছেন। আঘাত পাওয়া স্থানে তাকে বরফ দিতে দেখা গেছে। পরে অবশ্য রাহুলের দেখভাল করেছেন চিকিৎসকরা।

রাহুল যদি শেষ পর্যন্ত কাল খেলতে না পারেন। তাহলে ডেপুটি অধিনায়ক চেতেশ্বর পূজারাকেই দায়িত্ব নিতে হবে। তার জায়গায় টপ অর্ডারে অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরণকে দেখা যেতে পারে। তিনি মূলত রোহিতের অনুপস্থিতিতে স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন।