ছিনতাইয়ের শিকার তিতে, কথা শুনলেন বিশ্বকাপ ব্যর্থতার জন্যও

ব্রাজিলকে নিয়ে হেক্সা জয়ের মিশনে দলটা ঠিকমতোই গুছিয়ে এনেছিলেন তিতে। কিন্তু কাতার বিশ্বকাপে সাফল্যের ছাপ রাখতে পারেননি। তাই কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতেই ব্রাজিলের কোচের পদ ছেড়েছেন। তারপরও দেশে ফিরে সেই ব্যর্থতার মাশুল তাকে দিতে হয়েছে। ব্রাজিলে রিওর রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তিনি। ব্যাপারটা ছিনতাই পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো? ওই সময় ছিনতাইকারী সেলেসাওদের ব্যর্থতার জন্য আক্রমণ করে বলেও জানান তাকে। বলা যায়, ব্রাজিলের বিদায়ে ছিনতাইকারীর রোষানলের মুখেও পড়েন তিনি।

ঘটনার বিস্তারিত জানিয়েছে ব্রাজিলিয়ান পত্রিকা ও গ্লোবো। জানা গেছে, খুব সকালে প্রাতঃভ্রমণে হাঁটতে বের হয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন ব্রাজিলের সাবেক কোচ। দুর্বৃত্ত ওই সময় তার কাছ থেকে গলার চেইনও ছিনতাই করেছেন।

ব্রাজিলকে সাফল্যের মুখ দেখাতে ২০১৬ সালে দায়িত্ব পেয়েছিলেন তিতে। তার অধীনে তিন বছর আগে দল কোপার শিরোপাও ঘরে তুলেছে। কিন্তু পর পর দুই বিশ্বকাপে এসে সেই ঝলকটা ব্রাজিল দেখাতে পারেনি। বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালেই।