ওয়ানডের শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে নিউজিল্যান্ড। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা দুইয়ে নেমে গেছে। এই সুযোগে শীর্ষে উঠে গেছে ইংল্যান্ড।

হায়দরাবাদে থ্রিলারের জন্ম দিতে পারলেও নিউজিল্যান্ড দ্বিতীয় ম্যাচে বাজেভাবে হেরেছে। মোহাম্মদ সামির বোলিং তোপে ৩৪.৩ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় তারা। সামি ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। মামুলী লক্ষ্য পেয়ে ভারত ২০.১ ওভারে ২ উইকেট হারিয়েই জয় তুলে নিয়েছে। অধিনায়ক রোহিত ৫০ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন। শুবমান গিল অপরাজিত ছিলেন ৪০ রানে।

এই ম্যাচ হারে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর সঙ্গে সঙ্গে সিরিজও হেরেছে কিউই দল।

এই ম্যাচের আগে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ছিল ১১৫। দুইয়ে থাকা ইংলিশদের ১১৩। তার পর ১১২ রেটিং নিয়ে অস্ট্রেলিয়া ও ১১১ পয়েন্ট নিয়ে ভারতীয় দল চারে অবস্থান করছিল।

ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডে হারের পর নিউজিল্যান্ড দুটি রেটিং পয়েন্ট হারিয়েছে। দুইয়ে থাকা কিউইদের রেটিং এখন ১১৩। ভারতও এগিয়েছে এক ধাপ। তাদের অবস্থান তৃতীয়। অস্ট্রেলিয়া নেমে গেছে চারে।   

এখন তৃতীয় ওয়ানডে ও শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দল শীর্ষ আসন দখলে নেবে।