ভারতের সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

ভারতের সাবেক ক্রিকেটার ভিনোদ কাম্বলির বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। দুই সন্তানের সামনে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ এনে তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন স্ত্রী আন্দ্রেয়া। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

বান্দ্রার পুলিশ জানিয়েছে, গত শুক্রবার রাতে আন্দ্রেয়া থানায় এসে এফআইআর দায়ের করেছেন। সেখানে আন্দ্রেয়া বলেছেন, বান্দ্রায় নিজ বাড়িতে মদ্যপ হয়ে হঠাৎ উত্তেজিত ও আক্রমণাত্মক হয়ে উঠেন কাম্বলি। অভিযোগ অনুসারে কাম্বলি তখন কুকিং প্যানের ভাঙা হাতল স্ত্রীর দিকে ছুঁড়ে মারেন। তাতে আঘাতপ্রাপ্ত হন আন্দ্রেয়া। এ সময় ব্যাট দিয়েও কাম্বলি তাকে আঘাত করার চেষ্টা করেছিলেন। কিন্তু নিজ চেষ্টায় আন্দ্রেয়া সেখান থেকে রক্ষা পেয়েছেন।

তার পর আন্দ্রেয়াকে চিকিৎসার জন্য বান্দ্রার একটি হাসপাতালেও ছুটে যেতে হয়েছে। সেবা নেওয়ার পর থানায় ছুটে আসেন তিনি। সেখানেই নিজের জবানবন্দি রেকর্ড ও মেডিক্যাল রিপোর্ট জমা দিয়েছেন।

ভারতের হয়ে ১৭টি টেস্ট খেলা কাম্বলি শচীন টেন্ডুলকারের বাল্যবন্ধু। ৫৪ গড়ে সাদা পোশাকে তিনি ১ হাজার ৮৪ রান করেছেন। ১০৪ ওয়ানডেতে ৩২.৫৯ গড়ে করেছেন ২ হাজার ৪৭৭ রান। সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিও আছে তার।