ক্ষতি পুষিয়ে নিতে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান

তালেবানরা ক্ষমতায় আসার পর আফগানিস্তানে থমকে আছে মেয়েদের ক্রিকেট। যার প্রতিবাদে তাদের সঙ্গে নির্ধারিত ওয়ানডে সিরিজ বাতিল করেছে অস্ট্রেলিয়া। এজন্য ক্ষতির সম্মুখীন হতে যাওয়া আফগানদের পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা মার্চের শেষ দিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।   

পাকিস্তান-আফগানিস্তান সিরিজের খবর নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। টুইটারে তিনি বলেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, পাকিস্তান শারজায় মার্চের শেষ দিকে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের নির্ধারিত দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করাতেই এর ক্ষতি পুষিয়ে নিতে সিরিজটি আয়োজন করা হচ্ছে।’

তালেবানরা ক্ষমতায় আসার পর সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে, মেয়েদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার দরজা। নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয়। ওয়ানডে সুপার লিগের ওই সিরিজটি হওয়ার কথা ছিল মার্চেই।

ওই ফাঁকা সময়েই পাকিস্তানের সঙ্গে একটি ওয়ানডে সিরিজ খেলতে চেয়েছিল এসিবি। বিকল্প সিরিজ মাঠে গড়ালে সেটা হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতেই। আর পুরো সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সুপার লিগের আওতার বাইরে। যেহেতু আগস্টে দুই দলের আবার সুপার লিগের আওতায় একটি সিরিজ খেলার কথা।