নাসুম-তাইজুল প্রশ্নে তাইজুলকেই বেছে নিয়েছেন হেরাথ

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। কয়েক বছর ধরে নিয়মিত মুখ নাসুম আহমেদের পরিবর্তে তাইজুলকে সুযোগ দেওয়া হয়েছে। মূলত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের মতামতকে প্রাধান্য দিয়ে তাইজুলকে সুযোগ দিয়েছে নির্বাচকরা। গত কিছুদিন ধরে মিরপুর চলছে স্পিনারদের নিয়ে স্পিনিং ক্যাম্পের কার্যক্রম। সেখানেই তাইজুলের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেন হেরাথ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মিরপুরে চলমান স্পিন ক্যাম্পে ৯ বছরে ১২ ম্যাচ খেলা তাইজুলের সুযোগ পাওয়ার বিষয়টি উঠে আসে। বাঁহাতি স্পিনার তাইজুলের সুযোগ পাওয়া নিয়ে হেরাথ বলেছেন, ‘হ্যাঁ আমি সবসময় তাইজুলকে অগ্রাধিকার দেই। সে ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে। আমি ওয়ানডেতেও তাইজুলের মধ্যে অনেক প্রতিভা দেখতে পাই।’

তবে হেরাথ স্পষ্ট করেছেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত মূলত নির্বাচকদেরই। বিসিবি বা নির্বাচকদের মধ্যে থেকে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই স্পিনারদের পারফরম্যান্স, বর্তমান অবস্থা সম্পর্কে জানাবো।’

সীমিত ওভারের ক্রিকেটে এতোদিন নিয়মিত সুযোগ পেতেন নাসুম আহমেদ। ইংল্যান্ড সিরিজের আগে নির্বাচকরা দুই স্পিনার তাইজুল ও নাসুমের ব্যাপারে ভোট চেয়েছিল। লঙ্কান কোচ হেরাথ তার ভোট দিয়েছেন তাইজুলকে। এ নিয়ে তার ভাষ্য, ‘সবকিছু আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। সাকিব থাকলে আরও দুজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন নেই। মিরাজও আছে। তো নির্বাচকদের হয়তো তাইজুল বা নাসুমকে নিতে হবে। দুজনের পারফরম্যান্সও এক। তাই আমার মতে নির্বাচকরা সেরাকেই বেছে নিয়েছে।’

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে আলো ছড়ালেও পরের ম্যাচগুলোতে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তাইজুল। স্বাভাবিকভাবেই সুযোগ হারান। সবশেষ খেলা দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচে নেন ৩ উইকেট। ১২ ওয়ানডেতে ২০ উইকেট নেওয়া তাইজুলের মধ্যে এখনও দারুণ সম্ভাবনা দেখছেন হেরাথ।