পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সিলেটে আয়ারল্যান্ড দল

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড। রবিবার দুপুরে তাদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সেখান থেকে তারা আবার চলে যায় সিলেটে। সেখানেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। ২৭ দিনের সফরে আয়ারল্যান্ড দল বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে।

বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে আইরিশরা। এর আগে তারা ২০০৮ সালে বাংলাদেশ সফরে এসেছিল। সেবার কেবল তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল। সিলেটে ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ঢাকায় হবে একমাত্র টেস্ট।

সিলেটে ওয়ানডের আগে আইরিশরা ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৮ মার্চ জেলার আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে ২০ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধঘণ্টা দেরিতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

ওয়ানডে সিরিজ শেষ করে ২৪ মার্চ দুই দল চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে। ২৭, ২৯ ও ৩১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ দুপুর ২টায়। পরদিন ঢাকায় ফিরে দুইদিন অনুশীলন করে ৪ এপ্রিল বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্ট খেলবে আয়ারল্যান্ড।
 
সিরিজের পূর্ণাঙ্গ সূচি: 

১৮ মার্চ- প্রথম ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম 
২০ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম
২৩ মার্চ- তৃতীয় ওয়ানডে, ভেন্যু- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

২৭ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
২৯ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৩১ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, ভেন্যু- চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

৪ এপ্রিল- একমাত্র টেস্ট, ভেন্যু- মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম