সাইফের বোলিং তোপে আবাহনীর চারে চার

মেহেদী মারুফকে তিন বল খেলতে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। রানের খাতা না খুলতেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওপেনারকে প্যাভিলিয়নে ফেরার পথ দেখান আবাহনী লিমিটেডের ডানহাতি ফাস্ট বোলার। পরে আরেক স্পেলে টানা তিন ওভারে আরও তিনটি উইকেট নেন সাইফ। টানা দুই ম্যাচে চার উইকেট গেলো তার ঝুলিতে।

সাইফের দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপকে ১৫৩ রানে অলআউট করে ৩১তম ওভারেই জিতে গেছে আবাহনী। গাজী গ্রুপের পক্ষে রবি তেজা সর্বোচ্চ ৪১ রান করেন। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা মোহাম্মদ নাঈম এবার ফিফটি করে আবাহনীকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে ম্যাচসেরা এবার হয়েছেন সাইফ, ৩০ রান খরচায় ৪ উইকেট নিয়ে। এছাড়া তানভির ইসলাম ও রকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

নাঈম ১০০ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন। এনামুল হকের সঙ্গে উদ্বোধনী জুটিতে তিনি তোলেন ৭৬ রান। এরপর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ৬৩ রানের জুটি। ১১৫ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে নিতে নাঈমের সঙ্গী ছিলেন বাবা ইন্দ্রজিত (১০*)। ২ উইকেটে ১৫৪ রান করে আবাহনী।

৮ উইকেটের এই জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকলো আবাহনী।