বেয়ারস্টোর আইপিএল শেষ

শঙ্কাই সত্যি হলো। আইপিএলের পরের আসরে খেলা হচ্ছে না জনি বেয়ারস্টোর। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটারের স্থলাভিষিক্ত হিসেবে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টকে নিয়েছে পাঞ্জাব কিংস।

গত সেপ্টেম্বরে গলফ খেলতে গিয়ে বাঁ পা ভেঙে যায় এবং গোড়ালি সরে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্ট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যায় বেয়ারস্টোর। এখনও চোটের সঙ্গে লড়াই চলছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে অনুশীলনে নামেন বেয়ারস্টো। তার ফিটনেসের ব্যাপারে বিসিসিআইর মাধ্যমে ইসিবির কাছ থেকে তথ্য জানার অপেক্ষায় ছিল পাঞ্জাব। এই সপ্তাহে জানা যায়, ইয়র্কশায়ারের নেটে ব্যাট করছেন তিনি এবং আগামী মে মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে খেলবেন। এই তথ্য জানার পর শনিবার বিসিসিআই পাঞ্জাবকে তার স্থলাভিষিক্ত খোঁজার নির্দেশ দেয়।

আইপিএল অভিজ্ঞতা শর্টের জন্য এই প্রথম। গত বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ওপেনিং করেন এবং হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান করেন ৩৫.২৩ গড় ও ১৪৪.৪৭ স্ট্রাইক রেটে।