ওয়ানডে বিশ্বকাপে সেরা দলগুলোর একটি হবে আফগানিস্তান: শোয়েব আখতার

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানকে হারিয়ে শুরু করেছে আফগানিস্তান। ২০ ওভারে ৯২ রানে তাদের থামানোর পর আফগানরা ১৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায়। প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের মতে, এই আফগানিস্তানকে ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অন্যতম সেরা দল হিসেবে গণ্য করা হবে।

আফগানরা অনেক পরিপক্বতা নিয়ে খেলছে বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেছেন, ‘আফগানিস্তান অদম্য একটি দল। তাদের শক্তিশালী বোলিং লাইনআপ আছে এবং তাদের স্পিনাররাও দুর্দান্ত। তাদের সব স্পিনারই রহস্যময়ী। সময় আসতে আসতে ভারতে বিশ্বকাপে সেরা দলগুলোর একটি হবে আফগানিস্তান। আমি খুব খুশি যে আমাদের পাঠান ভাইয়েরা চমৎকার ক্রিকেট খেললো এবং জিতলো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুশি যে আফগানিস্তান পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে এবং পরিপক্বতার সঙ্গে ভালো ক্রিকেট খেলছে। আমি আফগানিস্তান থেকে অনেক কল পেয়েছি এবং আমি কাবুল যেতে চাই।’

একই সঙ্গে নিজ দেশের অধিনায়ক শাদাব খানকেও সাহস জুগিয়েছেন শোয়েব, ‘শাদাব, হাল ছেড়ো না। তুমি একজন চমৎকার অধিনায়ক। শক্তভাবে ঘুরে দাঁড়াও এবং আফগানিস্তানকে দেখিয়ে দাও যে তোমরা কঠিন লড়াই করো।’