দিল্লির প্রথম ম্যাচে নেই মোস্তাফিজ

দিল্লি ক্যাপিটালস মাঠে নেমে গেছে। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলছে তারা। শনিবার প্রতিপক্ষের মাঠে টস জিতে তারা বোলিং নেয়।

এই ম্যাচ শুরুর দিনেই বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান দলে যোগ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের বাঁহাতি কাটার মাস্টার নেই একাদশে। শনিবার ভারতের উদ্দেশে রওনা হন তিনি।

মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভারতীয় রুপিতে এবারের নিলামে পুরোনো দলে ফিরেছেন তিনি।  ভ্রমণক্লান্তি ও দলের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। দিল্লি বিদেশি খেলোয়াড় হিসেবে নিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। তিনিই অধিনায়ক। এছাড়া বাকি তিনজন হলেন মিচেল মার্শ, রাইলি রুসো ও রভম্যান পাওয়েল। পেস আক্রমণের নেতৃত্বে আছেন চেতন সাকারিয়া, খলিল আহমেদ ও মুকেশ কুমার।

আইপিএলে এনিয়ে ষষ্ঠ আসরে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বল হাতে। হন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। সব মিলিয়ে ৪৬ ম্যাচ খেলে বাঁহাতি পেসার ৪৬ উইকেট নেন। সেরা বোলিং ফিগার ১৬ রানে ৩ উইকেট।

আগামী ৪ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে দিল্লির দ্বিতীয় ম্যাচ। এখন বাংলাদেশি ভক্তদের অপেক্ষা সেই ম্যাচ পর্যন্ত।