মায়ার্স ঝড়ের পর উডের গতিতে তছনছ দিল্লি

লক্ষ্য ১৯৪ রানের। দিল্লি ক্যাপিটালসের যেমন শুরু হওয়ার দরকার ছিল, হলো ঠিক তার উল্টো। মার্ক উড পঞ্চম ওভারে পৃথ্বী শ ও মিচেল মার্শকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের হাতছানি পেলেন। সরফরাজ খানকে আউট করতে পারেননি ইংলিশ পেসার। তবে ইনিংস শেষে তার নামের পাশে উইকেট পাঁচটি। এই আইপিএলে প্রথম ফাইফার উডের। তার গতির কাছে পরাস্ত হয়েছে দিল্লি, থেমেছে ৯ উইকেটে ১৪৩ রানে।

লখনউ সুপার জায়ান্টস ৫০ রানের বিশাল জয়ে প্রতিযোগিতা শুরু করেছে। উডের আগুনঝরা বোলিংয়ের আগে দলকে বড় পুঁজি এনে দেয় কাইল মায়ার্সের ঝড়। ৩৮ বলে ৭৩ রান করেন উইন্ডিজ ওপেনার। তার ইনিংসে ছিল ২ চার ও ৭ ছয়। দীপক হুদার সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন তিনি, করেন ২৮ বলে হাফ সেঞ্চুরি।

পরের দিকে নিকোলাস পুরানের ২ চার ও ৩ ছয়ে সাজানো ২১ বলে ৩৬ রানের ইনিংস ভালো কাজে দেয়। আয়ুশ বাদোনির ৭ বলে ১৮ রানের ইনিংসও ছিল কার্যকরী। ৬ উইকেট হারিয়ে লখনউ করেছিল ১৯৩ রান।  

২৮ বলে হাফ সেঞ্চুরি করেন মায়ার্স

লক্ষ্যে নেমে উডের বোলিং তোপে পড়েছিল দিল্লি। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে যা একটু লড়াই করেছিল। ৪৮ বলে ৫৬ রান করেন তিনি ৭ চারে। এছাড়া রাইলি রুসো করেন ৩০ রান। আর কেবল দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন পৃথ্বী (১২)  ও অক্ষর প্যাটেল (১৬)।

উড শেষ ওভারে চেতন সাকারিয়া ও অক্ষর প্যাটেলকে ফিরিয়ে পাঁচ উইকেটের দেখা পান। ৪ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি। এছাড়া আবেশ খান মাঝে এক ওভারে দুটি উইকেট নেন। রবি বিষ্ণয় পরপর দুই ওভারে দুজনকে ফেরান। প্রত্যাশিতভাবে ম্যাচসেরা হয়েছেন ‍উড।