সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। বয়সের দিক দিয়ে ৫ বছরের পার্থক্য থাকলেও মাগুরা সদরের বাসায় প্রায় একই সঙ্গে বেড়ে উঠেছেন। এদের একজন একসময় ফুটবল মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। অন্যজন বর্তমানে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা। বলা হচ্ছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান উজ্জ্বলের কথা।
সম্পর্কে উজ্জ্বলের মামাতো ভাই সাকিব। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত উজ্জ্বল খেলেছেন লাল সবুজ ফুটবল দলের জার্সি গায়ে। ছিলেন আবাহনী লিমিটেডের অন্যতম উইঙ্গার। ফুটবলে যখন উজ্জ্বলের দ্বীপ্ত পদচারণা ঠিক সেই সময় সাকিব বয়স ভিত্তিক ক্রিকেটে সাফল্য দিয়ে নিজের আগমনী বার্তা জানান দিচ্ছিলেন।
একসময় পরিবারে ফুটবলের মাধ্যমে বড় তারকা ছিলেন উজ্জ্বল। সময়ের পরিক্রমায় ধীরে ধীরে ক্রিকেটে সেই জায়গায় চলে আসেন সাকিব। একসময় দুই ভাই দুই জাতীয় দলে খেলে পুরো পরিবারে তাক লাগিয়ে দেন।
বেশ কবছর ধরেই শুধু পরিবারে নয় বাংলাদেশের ক্রিকেটের বড় তারকা এই সাকিব। কিছু দিন আগে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসেসিয়েশনের (বিএসপিএ) নির্বাচকদের রায়ে তো দেশের সর্বকালের বড় ক্রীড়াবিদ হয়েছেন বিশ্ব সেরা অল রাউন্ডার।
এবার দীর্ঘদিন পর সাকিব মাগুরাতে ঈদ করেছেন। পরিবারের সবার সঙ্গে দেখা হয়েছে। হয়েছে স্মৃতিচারণও।
মাগুরা সদর থেকে বড় ভাই উজ্জ্বল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ' অনেক দিন পর ফয়সাল (সাকিবের ডাক নাম) মাগুরাতে ঈদ করেছে। আমাদের বাসা সদরে একই জায়গাতে। কথা হয়েছে ওর সঙ্গে। পরিবারের অন্য সদস্যরা ছিল। আসলে অনেক ভালো লেগেছে। এমনিতে এখন দেখা হয় কম। ও খেলার কারণে অনেক ব্যস্ত। আমরা পরিবারের সদস্যরা চাই ওকে আরও বেশি সময় পেতে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তা কঠিন। তা মেনে নিতে হচ্ছে আমাদের।'
১৪ বছর আগে মাগুরাতে বাড়ির আঙিনায় সাকিবের সঙ্গে ছবি তুলেছিলেন উজ্জ্বল। এবার দীর্ঘদিন পর বাড়ির একই স্থানের অন্য পাশে নতুন করে ক্যামেরা বন্দী হয়েছেন। এর কারণও ব্যাখ্যা করেছেন, 'ও যখন জাতীয় দলে খেলা শুরু করবে তখন মাগুরার বাসায় ছবিটা তুলেছিলাম। আজ ঈদের সময় ঠিক একই জায়গায় আবারও ছবি তুললাম। বাংলাদেশের এত বড় ক্রিকেটার ও। তাই নিজের ছেলের সঙ্গে বর্তমান স্মৃতিটা ধরে রাখলাম।'
এরপরই সাকিবের আরও প্রশংসা করে আবাহনী লিমিটেডের সাবেক ফরোয়ার্ড বলেছেন, 'আমি যখন জাতীয় ও ক্লাব দলে খেলতাম সে বিকেএসপির হয়ে ক্রিকেট খেলতো। অল্প সময়ে নিজের মেধার পরিচয় দিয়েছে। একসময় জাতীয় ক্রিকেট দলেও জায়গা করে নেয়। ও ছোট থাকতেই বুঝতে পারছিলাম একসময় বড় তারকা হবে। দেশের মুখ উজ্জ্বল করবে। তাই করছে ও।'
মাগুরার গন্ডি পেরিয়ে আগেই দেশের ক্রিকেটে বড় তারকা সাকিব। ৩৬ বছর বয়সী তারকা আরও এগিয়ে যাবেন এমনটি প্রত্যাশা তার পরিবারের।