হ্যান্ডশেক করে রেষারেষির গুঞ্জনে ইতি টানলেন সৌরভ-কোহলি

চলতি আইপিএলে প্রতিপক্ষ দলের ডাগআউটে থাকা সাবেক ক্রিকেটারদের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা কাণ্ড ছিল আলোচনায়। এই যেমন সৌরভ গাঙ্গুলির সঙ্গে ম্যাচ শেষে হ্যান্ডশেক না করা, গৌতম গম্ভীরের সঙ্গে মাঠের ভেতরে তর্কাতর্কি। অবশেষে একটি সম্পর্কের তিক্ততা কেটে গেলো।

শনিবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলি ম্যাচ শেষে হ্যান্ডশেক করে দ্বন্দ্বের গুঞ্জনে জল ঢাললেন। অথচ দুই দলের আগের দেখায় ম্যাচ শেষে হাত মেলাতে দেখা যায়নি দুজনকে। তখনই কানাঘুষা চলতে থাকে, সৌরভ ও কোহলির মধ্যে চলছে রেষারেষি।

সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে, দুজন দুজনকে কীভাবে এড়িয়ে যাবেন, সেই চেষ্টাই করছেন। একটি ভিডিওতে দেখা যায়, ব্যাট প্যাড পরে কোহলি চেয়ারে বসে, তাকে না দেখার ভান করে দ্রুত পানি খেতে খেতে সামনে চলে যান সৌরভ। তার দিকে কোহলির তাকানোর ভঙ্গি বেশ আলোচিত হচ্ছিল।

দুজনের দ্বন্দ্বের গুঞ্জনে ঘি ঢেলে দেয় ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করার ঘটনা। ধারণা করা হচ্ছিল, সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট থাকাকালে কোহলি ভারতের অধিনায়কত্ব হারানোর পর থেকে এই তিক্ততার শুরু।

শনিবার দুজনের হাত মেলানো দেখে নিশ্চিতভাবে স্বস্তির নিশ্বাস ফেলছেন সৌরভ ও কোহলির ভক্তরা। শুধু তাই নয়, হাসিমুখে তাদের কথাও বলতে দেখা গেছে।