রোহিতদের নতুন কিট স্পন্সর অ্যাডিডাস

বিশ্বখ্যাত জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী ব্র্যান্ড অ্যাডিডাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত-কোহলিদের নতুন কিট স্পন্সর হয়েছে অ্যাডিডাস। ভারতে এই বছরেই অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে নতুন এই কিট নিয়ে মাঠে নামতে দেখা যাবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের।

অ্যাডিডাসের সঙ্গে নতুন চুক্তির বিষয়টি টুইটারে নিশ্চিত করেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ। তবে চুক্তির বিস্তারিত কিছুই জানাননি তিনি। 

বর্তমান কিট স্পন্সর হিসেবে থাকা পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিলারের সঙ্গে চুক্তি শেষ হবে ৩১ মে। অখ্যাত এই প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কিট স্পন্সর হয়েছিল। মূলত মোবাইল প্রিমিয়ার লিগের স্পোর্টস মার্চেন্ডাইজ ব্র্যান্ড এমপিএলের সঙ্গে ২০২০ সালে তিন বছরের চুক্তি হয়েছিল বিসিসিআইয়ের। চুক্তিটা এই বছর পর্যন্তই বহাল থাকার কথা ছিল। কিন্তু আকস্মিক কারণে চুক্তি বাতিল করে এমপিএল। ওই সময় এমপিএল প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৬৫ লাখ রুপি ও ৯ কোটি রুপি রয়্যালটি হিসেবে পরিশোধ করতো।      

প্রাথমিকভাবে জিন্স প্রস্তুতিকারী কিলারের সঙ্গে বোর্ডের চুক্তিটা ছিল পাঁচ মাসের। বাজার বিশ্লেষকদের মতে তাতে লাভটা হয়েছে এই ব্র্যান্ডটির-ই।

আরও জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান স্পন্সর বাইজুস তাদের মেয়াদ শেষের আগেই চুক্তির ইতি টানতে চাচ্ছে। তাদের চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।