রবিবার ঘোষণা দিয়েছিলেন, ফাইনাল খেলে আইপিএলকে বিদায় বলে দেবেন আম্বাতি রাইডু। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ আইপিএল ম্যাচ তিনি স্মরণীয় করেন ৮ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিওতে। সোমবার চেন্নাই সুপার কিংসের হয়ে ট্রফি জিতে রূপকথার মতো সমাপ্তি! কিন্তু পরের দিন মঙ্গলবার টুইটারে এক আবেগঘন পোস্টে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি।
রাইডু তার অ্যাকাউন্টে দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘এটা আবেগঘন রাত, যার শেষ হলো বিশেষ আইপিএল জয়ে। এমন উঁচু স্থানে থেকে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যখন শৈশবে বাড়িতে ব্যাট হাতে নিয়ে টেনিস বল দিয়ে খেলেছি, তখনও আমি কল্পনা করিনি তিন দশক ধরে এমন একটা চমৎকার যাত্রার মধ্যে দিয়ে যাবো আমি।’
তিনি আরও লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৫ থেকে সর্বোচ্চ পর্যায়ে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা বিশাল সম্মানের। ২০১৩ সালে প্রথমবার ভারতীয় ক্যাপ পাওয়ার কথা এখনও মনে আছে, এই স্মৃতি সারাজীবন অমলিন হয়ে থাকবে।’
মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রেকর্ড ছয়টি ট্রফি জিতে রাইডু তার আইপিএল ক্যারিয়ার শেষ করেছেন। ২৮.২৩ গড় ও ১২৭.৫৪ স্ট্রাইক রেটে মোট রান ৪৩৪৮।
২০১৯ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রাইডু। ৫৫ ওয়ানডে ও ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।