বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রুবেল হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন পেসার রুবেল হোসেন। সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, ও শফিউল ইসলাম।রুবেল হোসেন
চুক্তি থেকে রুবেল হোসেনের বাদ পড়ার কারণ হিসেবে দেখানো হয়েছে ইনজুরি থেকে পুনর্বাসন কার্যক্রম চলাকালীন তাকে যে শিডিউল দেওয়া হয়েছিল তা পুরোপুরি মেনে চলেননি তিনি।

বিসিবির সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদধান্ত নেওয়া হয়েছে। তা হলো বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নাঈমুর রহমান দুর্জয়কে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আকরাম খান।
সোমবার বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত:

১.  এসএ গেমসে স্বর্ণজয়ীদের বিসিবির পুরস্কার

২. হকির পাশে বিসিবির থাকার প্রতিশ্রুতি

৩. ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান
৫. ক্রিকেটারদের বেতন ২৫ ভাগ বৃদ্ধি

৬. জার্সির কলারে ইউনিসেফের লোগো

৭. শিগগিরই প্লেয়ার বাই চয়েজের ব্যাপারে সিদ্ধান্ত।
৮. প্লেয়ার অ্যানালাইসিসের জন্য নতুন মেশিন অনুমোদন

/আরআই/এমআর/