আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ সহজ হবে না: তাসকিন

একমাত্র টেস্টে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি আফগানিস্তান। বরং রেকর্ড ব্যবধানে জয়ের বিরল নজির গড়েছে। ঈদের পর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে ওয়ানডে খেলে সিলেটে বাংলাদেশ দল দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজ সহজ হবে না বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ।

ঈদের পর ৫ জুলাই থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই। একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তাসকিন সিরিজ প্রসঙ্গে বলেছেন, ‘চ্যালেঞ্জিং হবে (আগামী সিরিজ)। সহজ হবে না। আর টেস্টের আগে থেকেই আল্লাহর রহমতে সবাই প্রস্তুতি নিচ্ছিল। পরশুদিন (২১ জুন) থেকে অনুশীলন শুরু হচ্ছে আবার। সবমিলিয়ে সবার প্রস্তুতি ভালো থাকবে। আমরাও ভালো কিছুর ব্যাপারে আশাবাদী। তবে নিশ্চিত সিরিজটি সহজ হবে না।’

টেস্টে আধিপত্য দেখিয়ে রেকর্ড ৫৪৬ রানে জিতেছে বাংলাদেশ। তবে একমাত্র টেস্টের ফলকে এখন অতীত মনে করছেন তাসকিন। কারণ, ‘শেষ ম্যাচটা আসলে অতীত হয়ে গেছে। পরের ম্যাচটা আবার শুরু হবে প্রথম বল থেকে। সাধারণত চট্টগ্রামে বেশ স্পোর্টিং ও ব্যাটিং বান্ধব উইকেট হয়ে থাকে। আল্লাহর রহমতে পেসাররা উন্নতি করছে। তবু নতুন করে শুরু করতে হবে ওই ম্যাচটার জন্য।’

তবে বিশ্বকাপ ও এশিয়া কাপ নিয়ে আশাবাদী তাসকিন, ‘সেরাটা দিয়ে ফলাফল বের করে আনতে হবে। আমরা সবাই আশাবাদী। সামনে বিশ্বকাপ এবং এশিয়া কাপ আছে। এভাবে উন্নতির ধারাবাহিকতা থাকলে সবকিছু পর্যায়ক্রমে হবে। ভালো কিছু হবে ইনশাল্লাহ।’