পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন চান মাশরাফি

মাঠের লড়াইয়ে নামার আগে দলগুলো নিজেদের মতো করে পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। এর থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশও। বুধবার ভারতের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামার আগে বাংলাদেশ প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা করেছে। সেই সব পরিকল্পনা যথাযথ ভাবে মাঠে বাস্তবায়ন করাতে চান মাশরাফি।
মঙ্গলবার স্থানীয় এক হোটেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘খুলনা ও চট্টগ্রামে ব্যক্তিগত ও বিশেষ কিছু অনুশীলন করেছি আমরা। যা এখানে থাকলেও করতে হতো। অবশ্য দূরে থাকাতে আমাদের মনোযোগ পুরোপুরি অনুশীলনের দিকেই ছিল! আমি আশা করছি আমরা যেমন প্রস্তুতি এবং পরিকল্পনা করেছি; এগুলো মাঠে রূপ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে খুব ভালোই হবে। আমাদের ফোকাস সেই দিকেই আছে।’

জিম্বাবুয়ে সিরিজে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। বিশ্বকাপের আগে এখানে তেমন কিছু থাকছে কিনা জানতে চাইলে মাশরাফি বলেন, ‘পরীক্ষার কথা যেটা বললেন সেটা ওই সময়ে দরকার ছিল। এখন এ পর্যায়ে সেই সুযোগ নেই। এখন আমরা এমন একটি টুর্নামেন্টে যাচ্ছি এটা যে শুধু বিশ্বকাপের জন্যেও গুরুত্বপূর্ণ তেমনটা নয়। আমি মনে করি এখানে পরীক্ষার কোনও সুযোগ নেই।’

তিনি আরও যোগ করেন, ‘তামিমকে হয়তো মিস করবো। অবশ্য এখন যারা আছে মিথুন, ইমরুল বেশ ভালো অনুশীলন হয়েছে ওদের। আমার মনে হয় না, এগুলো নিয়ে কোনও সমস্যা আছে।’

ভারতের বিপক্ষে পরিকল্পনা নিয়ে মাশরাফি বলেন, ‘ভারত বিশ্বের অন্যতম সেরা একটি দল। ওদের হারাতে গেলে আমাদের তিন বিভাগেই ‘আপ টু দ্য মার্ক’ থাকতে হবে। আমরা আত্মবিশ্বাস নিয়ে ম্যাচটি খেলতে পারি। ফল কী হবে সেটা নিয়ে চিন্তা করা থেকে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা সেটাই চিন্তা করছি। নিজেদের দিনে যেকোনও কিছুই হতে পারে।’

ব্যাটিং অর্ডারে কে কোথায় খেলবে এমন কোনও পরিকল্পনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে এখনও এগুলো নিয়ে আলোচনা হয়নি। তবে নির্দিষ্ট কিছু খেলোয়াড় আছে যারা খেলবে নিজেদের জায়গাতেই। দলে ১৫জন ক্রিকেটারই খেলার জন্য প্রস্তুত আছে।’

/আরআই/এফআইআর/