বিসিবি সভাপতির মন খারাপ কেন?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেট খুব অস্বস্তিকর সময় পার করছে। সবকিছু মিলিয়ে মন ভালো থাকার কথা না বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম নারী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের হতাশা লুকাতে পারলেন না বোর্ড সভাপতি।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ। মিরপুরে ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তার মধ্যে তামিমের অবসর কাণ্ডও ভুগিয়েছে বিসিবি সভাপতি পাপনকে। এমন অবস্থায় মন ভালো থাকে কী করে!

রবিবার ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার পথে গণমাধ্যমকে বোর্ড প্রধান বলেছেন, ‘মন তো খারাপ হবেই। এটা সবারই হচ্ছে। সারা দেশের মানুষেরই মন খারাপ। তবে মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ না।’

এদিকে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরে গেলো বাংলাদেশ। পাপন আশা করছেন ছেলেরা ঘুরে দাঁড়াবে, ‘ছেলেদের পারফরম্যান্স ঠিক হবে, অবশ্যই ঠিক হবে।’

১১ বছর পর মিরপুরে মেয়েদের ক্রিকেট ফিরেছে। মূলত মেয়েদের অনুরোধেই বোর্ড সভাপতি ভারতের বিপক্ষে সিরিজ এখানে ব্যবস্থা করেছেন। রবিবার স্টেডিয়ামে বসে পুরো ম্যাচই দেখেছেন তিনি। দলের হার সঙ্গী করে নিয়েই স্টেডিয়াম ছেড়েছেন। যাওয়ার পথে মেয়েদের পারফরম্যান্স নিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘ওরা (নারী ক্রিকেট দল) বলেছিল মিরপুরে আমাদের হোম অব ক্রিকেটে কোনও ম্যাচ খেলেনি। ওদের খুব শখ ছিল। আমি বলেছি ঠিক আছে, পরেরবারই হবে। ভারত নারী দল অনেক শক্তিশালী।  তারপরও ভালো খেলেছে, ভালো খেলবে ইনশাআল্লাহ। আমরা তো ওই পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিতে পারি না।’