লখনউ সুপার জায়ান্টস নতুন কোচের অধীনে আগামী আইপিএলে খেলবে। অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গারকে নিযুক্ত করলো তারা।
২০২২ সালে আইপিএলে অভিষেকের পর থেকে অ্যান্ডি ফ্লাওয়ারের অধীনে ছিল লখনউ। দুই বছরের চুক্তি আর বাড়ায়নি তারা। ফ্লাওয়ারের সঙ্গে দুই আসরেই সেরা চারে থেকে প্লে অফে খেলে লখনউ।
লখনউর প্রকাশিত বিবৃতিতে ল্যাঙ্গার বলেছেন, ‘আইপিএলে দারুণ গল্প লেখার পথে লখনউ সুপার জায়ান্টস। এই যাত্রায় আমাদের সবারই ভূমিকা আছে এবং এই দলের অগ্রযাত্রায় আমি অংশ হতে পেরে রোমাঞ্চিত।’
আইপিএলে কখনও কোচিংয়ে ছিলেন না ল্যাঙ্গার। তবে তার কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। পার্থ স্কর্চার্সকে তিনবার বিগ ব্যাশ লিগ জেতান। এছাড়া ২০২১ সালে তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালের শুরুর দিকে পদত্যাগ করেন তিনি।