কোহলির সেঞ্চুরির পর জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বিদেশের মাটিতে প্রায় ৫ বছর কোনও টেস্ট সেঞ্চুরি নেই বিরাট কোহলির। সেই খরা কাটাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচটিকে বেছে নিয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তুলে নিয়েছেন ২৯তম সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৩৮ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে সফরকারী দল। 

পোর্ট অব স্পেনে কোহলি ছাড়াও ইনিংস সমৃদ্ধ করতে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অবদান ছিল। হাফসেঞ্চুরি পেয়েছেন দুজন। 

তার পর ওয়েস্ট ইন্ডিজও জবাব দিচ্ছে সমান তালে। ১ উইকেটে ৮৬ রান নিয়ে তারা শেষ করেছে দ্বিতীয় দিন। সফরকারীরা পিছিয়ে আছে ৩৫২ রানে।           

এক পর্যায়ে মনে হচ্ছিল কোহলি বুঝি সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে যাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্য আলজারি জোসেফের অ্যাথলেটিক দক্ষতা তাকে বিদায় দেয় রান আউটে। কোহলিকে ১২১ রানে থামতে হয়েছে। তার সঙ্গী জাদেজাও সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু ৬ ওভারের ব্যবধানে তাকে ৬১ রানে সাজঘরে পাঠান কেমার রোচ। এই ধাক্কা পরে সামলে নেন অশ্বিন। লেজের দিকে নেতৃত্ব দিয়ে স্কোরটাকে সাড়ে চারশর কাছে নিয়ে যান তিনি। ফেরার আগে ৫৬ রান করেছেন।       

৮৯ রানে ৩ উইকেটনিয়েছেন জোমেল ওয়ারিকান। ১০৪ রানে তিনটি নেন কেমার রোচও। দুটি নিছেন জেসন হোল্ডার। একটি শিকার করেছেন শ্যানন গ্যাব্রিয়েল। 

জবাবে সিরিজে প্রথমবারের মতো হাফসেঞ্চুরি পার্টনারশিপে দলকে স্বস্তির মাঝে রেখেছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট ও তেজনারায়ন চন্দরপল। দিনের খেলা শেষ হওয়ার ২০ মিনিট আগে ৭১ রানের জুটি ভাঙেন জাদেজা। সাজঘরে পাঠান তেজনারায়নকে (৩৩)। তার পর বাকি সময়টা নির্বিঘ্নে পার করেছেন ব্র্যাথওয়েট (৩৭) ও কার্ক ম্যাকেঞ্জি (১৪)।