ফিটনেস টেস্টের তথ্য ফাঁস করে বোর্ডের তোপের মুখে কোহলি

ফিটনেস টেস্টে নিজের সাফল্য ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন বিরাট কোহলি। ইয়ো ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কত পয়েন্ট পেয়েছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন ভারতের ব্যাটার। তার এই কাণ্ডে নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়কের ওই পোস্ট তাদের নজরে আসতেই হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে তাকে। এমন তথ্য ক্রিকেটারদের ফাঁস করতে নিষেধ করা হয়েছে।

ভারতের এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নিচ্ছে। সেখানেই হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। পরে কোহলি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের উচ্ছ্বাস। ১৭.২ পয়েন্ট এসেছে।’ এই পোস্টের কারণে চটেছে বোর্ড। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘ক্রিকেটারদের বলা হয়েছে যেন কোনও গোপন তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে। মৌখিকভাবেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অনুশীলনের ছবি পোস্ট করতেই পারে কেউ। তাই বলে কত স্কোর পেয়েছে, সেটা বলে দেওয়ার অধিকার নেই তাদের।’

গত বৃহস্পতিবার থেকে অনুশীলন করছে ভারত। ছয়দিন ঘা ঝরিয়ে এশিয়া কাপ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাবে তারা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে প্রথম গ্রুপ ম্যাচ। এবারের আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেল অনুযায়ী তারা ঘরে খেলবে চার ম্যাচ। বাকি ম্যাচের সবগুলো হবে শ্রীলঙ্কায়। ভারত ও পাকিস্তানের গ্রুপে অন্য দল নেপাল।