ভারতকে ২৬৬ রানে অলআউট করলো পাকিস্তান

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের লড়াই হলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টস হেরে বোলিংয়ে শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। মাঝে দাঁড়িয়ে গিযেছিল ভারত। শেষদিকে তারা ছন্দ হারালে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২৬৬ রানে ভারতকে গুটিয়ে দিয়েছে তারা।

দুই দফা বৃষ্টির কারণে বন্ধ হয়েছিল খেলা। ভেজা ছিল আউটফিল্ড। ৬৬ রানে চার উইকেট হারানো ভারত সেই সুযোগ লুফে নিয়ে ঘুরে দাঁড়ায়। ইশান কিষাণ ও হার্দিক পান্ডিয়ার একশ ছাড়ানো জুটিতে বড় সংগ্রহের আভাস দেয় তারা।

কিন্তু ডেথ ওভারে দারুণ বোলিংয়ে পাকিস্তান আধিপত্য দেখায়। তিন পেসার শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ গতি দিয়ে ভারতের রানের লাগাম টেনে ধরেন। তিন জন মিলেই ভাগাভাগি করেছেন ভারতের ১০ উইকেট। সর্বোচ্চ চারটি উইকেট নেন আফ্রিদি, তিনটি করে পান নাসিম ও রউফ। এশিয়া কাপে এই প্রথমবার ১০ উইকেটের সবগুলো পেলেন পেসাররা।

পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ভারতের তিন ব্যাটারকে ফেরায় পাকিস্তান। টানা দুই ওভারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নে পাঠান আফ্রিদি। একই ইনিংসে এই দুই ব্যাটারকে আউট করার প্রথম কৃতিত্ব পাকিস্তানি পেসারের। দ্বিতীয়বার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে রউফ ফেরান শ্রেয়াস আইয়ারকে। বিরতির পর ফিরে এই পেসার শ্রেয়াস আইয়ারকেও আউট করেন।

ভেজা আউটফিল্ডের কারণে এরপর একের পর এক মিস ফিল্ডিংয়ে কিষাণ ও হার্দিক বাউন্ডারি মেরে রান বের করে নিতে থাকেন। রউফ তাদের ১৩৮ রানের জুটি ভেঙে দেন। দলীয় ২০৪ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ফিরে যান কিষাণ, করেন ৮২ রান। তবে হার্দিক ক্রিজে থেকে আতঙ্কিত রাখেন পাকিস্তানি বোলারদের।

৪৪তম ওভারে ব্রেকথ্রু আনেন আফ্রিদি। হার্দিককে ৮৭ রানে বিদায় করার পর রবীন্দ্র জাদেজাকেও (১৪) প্যাভিলিয়নে পাঠান। পরের ওভারে শার্দুল ঠাকুরকে আউট করেন রউফ। যশপ্রীত বুমরা বাউন্ডারি মেরে দলের রান আড়াইশ পার করেন। নাসিম ৪৯তম ওভারে কুলদীপ যাদব ও বুমরাকে আউট করে ভারতের ইনিংস থামান।