এশিয়া কাপ

নাসিম-রউফের ইনজুরিতে দুজনকে অন্তর্ভুক্ত করলো পাকিস্তান

পেস বিভাগের দুই অস্ত্র হারিস রউফ ও নাসিম শাহ ইনজুরিতে। ফাইনালে উঠলে এশিয়া কাপে পাকিস্তান পাবে আরও দুটি ম্যাচ। কিন্তু দুই গুরুত্বপূর্ণ পেসারকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। 

ভারতের ও পাকিস্তানের সুপার ফোরের নির্ধারিত ম্যাচ ডে রবিবারে চোট পান রউফ। সোমবার রিজার্ভ ডেতে তাকে বিশ্রামে রাখা হয়েছিল। আর ভারতের ইনিংসের ৪৯তম ওভারে কাঁধের চোটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন নাসিম। পাকিস্তানের ২২৮ রানের বিশাল ব্যবধানে হারে তারা কেউই ব্যাটিংয়ে নামেননি। 

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তাদের না থাকার শঙ্কা রয়েছে। সেটা বিবেচনায় নিয়ে নাসিম ও রউফের ব্যাকআপ ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শাহনাওয়াজ দাহানি ও জামান খানকে দলে সংযুক্ত করেছে পিসিবি। বোর্ড জানায়, আগামী মাসের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস ও সুস্থতার কথা চিন্তা করে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 

দলের মেডিক্যাল প্যানেলের পর্যবেক্ষণে রাখা হবে রউফ ও নাসিমকে। অন্তত এক সপ্তাহের জন্য তারা ছিটকে গেলেই কেবল এসিসি টেকনিক্যাল কমিটির কাছে স্থলাভিষিক্তের জন্য অনুরোধ করতে পারবে।