শ্রীলঙ্কাকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনালে নাম লিখেছে ভারত। ফলে আজ বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি অলিখিত সেমিফাইনাল হিসেবে রূপ নিয়েছে। কিন্তু কলম্বোর আজকের আবহাওয়া রিপোর্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের। যে অবস্থা তাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি বৃষ্টির বাধার মুখে পড়তে পারে।
আজ যে দলই জিতবে তারা ভারতের সঙ্গে শিরোপা নির্ধারণী ফাইনাল খেলতে নামবে রবিবার। ম্যাচটা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।
কলম্বো শহরে এই মুহূর্তে বৃষ্টি হয়তো নেই। কিন্তু প্রচণ্ড দমকা হাওয়া বহমান। আবহাওয়া প্রতিবেদনে বলা হচ্ছে পুরো দিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে। এই অবস্থায় ম্যাচটা পরিত্যক্ত হওয়ার শঙ্কাও জাগছে। তেমনটা হলে শ্রেয়তর রানরেটের হিসাবে স্বাগতিক শ্রীলঙ্কা ফাইনালে নাম লেখাবে। বাদ পড়বে পাকিস্তান।
সুপার ফোর টেবিলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে শ্রীলঙ্কার ২ পয়েন্ট। রান রেট -০.২০০। পাকিস্তানেরও ২ পয়েন্ট। কিন্তু রান রেটে লঙ্কানদের চেয়ে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে তারা। বাবরদের রান রেট -১.৮৯২।
পুরো টুর্নামেন্টে এভাবেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তার পরেও বৃষ্টি মাথায় নিয়ে পাকিস্তান দল পাঁচ পরিবর্তন নিয়ে আজ খেলতে নামছে। হারিস রউফ, নাসিম শাহ ও সামলান আলী আগা ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। ভারতের কাছে হেরে যাওয়ার পর একাদশে ঢুকেছেন মোহাম্মদ হারিস, সৌদ শাকিল, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও জামান।
পাকিস্তান একাদশ: মোহাম্মদ হারিস, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, জামান খান।