বিশ্বকাপে শুরুর দিকে অনিশ্চিত নাসিম

এশিয়া কাপের শেষ ম্যাচে নাসিম শাহর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তার না থাকায় বোলিং আক্রমণে প্রভাব পড়তে দেখা গেছে। শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম দিলেন আরও বড় দুঃসংবাদ। বিশ্বকাপে শুরুর দিকের ম্যাচ হয়তো মিস করতে পারেন নাসিম।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও নাসিমের ডান কাঁধের ইনজুরির রিকোভারি নিয়ে সময়সীমা বেঁধে দেয়নি। হারিস রউফ ও নাসিমের চোটে পরবর্তী পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে বাবর বলেছেন, ‘আমি আপনাদের পরে এ বিষয়ে জানাবো। আপনাদের প্ল্যান বি হয়তো বলতে পারবো না। হারিসের অবস্থা খুব একটা খারাপ না। তার সামান্য সাইড স্ট্রেইন আছে। ফলে বিশ্বকাপের আগে সে সুস্থ হয়ে উঠবে। তবে নাসিমের রিকোভারি নিয়ে বলতে পারছি না যে, কতটা সময় লাগবে। আমার মতে বিশ্বকাপে পরের দিকে সে হয়তো থাকবে। এখন দেখা যাক।’

নাসিমের ইনজুরি নিয়ে পিসিবি এখনও বিস্তারিত জানায়নি। তবে এই মুহূর্তে দুবাইয়ে স্ক্যান করার জন্য রয়েছেন। যে চোটটা তিনি পেয়েছেন ভারতের বিপক্ষে গত সোমবার। ওই দিন রউফও বল করতে পারেননি।