২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্যারিবিয়ান ভেন্যু নিশ্চিত করলো আইসিসি

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব শঙ্কা একেবারে দূর হয়ে গেলো। ২০ দলের প্রতিযোগিতা আয়োজনে প্রস্তুত দুটি দেশ। শুক্রবার ক্যারিবিয়ান অঞ্চলের সাতটি ভেন্যু নিশ্চিত করলো আইসিসি।

এর আগে যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্কের ঘোষণা দেয় আইসিসি। এবার ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু হিসেবে এন্টিগা অ্যান্ড বারবুডা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ অ্যান্ট টোবাগোর নাম নিশ্চিত করেছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

আগামী বছর ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। আয়োজক হওয়ার সুবাদে দুটি দেশ সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাও সরাসরি অংশ নিচ্ছে। গত বিশ্বকাপের পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে বাংলাদেশ ও আফগানিস্তান তাদের সঙ্গী হয়েছে। 

কোয়ালিফায়ার খেলে জায়গা চূড়ান্ত করেছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি। বাকি পাঁচটি শূন্যস্থান পূরণ হবে আমেরিকা, এশিয়া ও আফ্রিকা বাছাইয়ের পর।