বেয়ার লেভারকুসেনকে দারুণ সাফল্য এনে দেওয়া জাবি আলোনসো ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগের দিন শুক্রবারের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন স্প্যানিশ কোচ।
আলোনসো বলেছেন, ‘ক্লাব ও আমি পারস্পরিকভাবে একমত হয়েছি যে পরের দুটি ম্যাচ হবে বেয়ার লেভারকুসেনের কোচ হিসেবে আমার শেষ।’
২০২২ সালের অক্টোবরে লেভারকুসেনের দায়িত্ব নেন সাবেক বার্সেলোনা তারকা। ১৩৯ ম্যাচে ক্লাবের ডাগআউটে ছিলেন তিনি। এর মধ্যে জয় ৮৯টি, ড্র ৩১ এবং হার ১৮ ম্যাচে। জয়ের আনুপাতিক হার ৬৪.৪ শতাংশ।
জাবির অধীনে লেভারকুসেন বুন্দেসলিগা, ডিএফবি পোকাল ও জার্মান সুপার কাপ জিতেছে।
ফুটবলে দলবদল সম্পর্কিত সংবাদের জন্য বিখ্যাত ফ্যাব্রিজিও রোমানো জানান- রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জাবির দায়িত্ব নেওয়া এখন সময়ের ব্যাপার। চুক্তিপত্র তৈরি করা আছে। লেভারকুসেন তার সামনে বাধা হতে চায় না। ইতোমধ্যে তারা তার উত্তরসূরি খোঁজা শুরু করেছে।
জাবি যদি রিয়ালের সঙ্গে চুক্তি করেন, তবে ধরে নেওয়া যায় মাদ্রিদ ক্লাবের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি হতে যাচ্ছেন ব্রাজিল কোচ! এজন্য অবশ্য ২৬ মে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।