বরিশালে তামিম-মাহমুদউল্লাহ-মুশফিকের সঙ্গী সৌম্যও

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসরের পর্দা উঠবে আগামী জানুয়ারি। আগে থেকেই চূড়ান্ত ছিল বিপিএলের সাত দল। পাশাপাশি সরাসরি সাইনিংয়ের মাধ্যমে আইকন ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে তারা। রবিবার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখানে চমক দেখিয়েছে ফরচুন বরিশাল। জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে তারা।

বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিমকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে বরিশাল। আরেক সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে রিটেইন করা হয়েছে। তার পর প্লেয়ার্স ড্রাফট থেকে বরিশাল ৮০ লাখ টাকায় মুশফিককে কিনে নিয়েছে প্রথম ডাকেই। আগের আসরে মুশফিক মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছিল। মুশফিকের পাশাপাশি সৌম্যকেও বরিশাল দলে ভিড়িয়েছে।

মাহমুদউল্লাহ ছাড়া মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদকেও বরিশাল রিটেইন করে রেখেছে। বিদেশিদের মধ্যে রিটেইন করা হয়েছে ইব্রাহিম জাদরানকে। তবে বিদেশি ক্যাটারগিতে শোয়েব মালিক, ফখর জামান, পল স্টারলিং, মোহাম্মদ আমির, দুনিথ ভেল্লালাগে ও আব্বাস আফ্রিদিকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে শিরোপা প্রত্যাশী এই দলটি।  

ফরচুন বরিশাল: তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, ফখর জামান, পল স্টারলিং, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান জুনিয়র, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার ও দুনিথ ভেল্লালাগে।